• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে কলোনিতে আগুন, শতাধিক বসতঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৩:২২
আগুন×ফায়ার×ভাড়া×সার্ভিস×ক্ষয়ক্ষতি×স্থানীয়×পরিমাণ×আব্দুল×
ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১০টি কলোনির দুই শতাধিক বসতঘর। গতকাল রোববার রাত আটটার দিকে হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে পাশের নয়টি কলোনির দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে পাশপাশি কমপক্ষে ২০টি টিনসেট কলোনি তৈরি করেন। গতকাল রোববার রাত আটটার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়।পরে পাশের আরও নয়টি কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ১০টি কলোনির প্রায় শতাধিক ঘর পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ আরটিভি নিউজকে জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলক্ষেতে খাবার হোটেলে আগুন
আরটিভি নির্ভীক সম্মাননা পেলেন ৬ অগ্নিসেনা
রাজধানীতে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সুন্দরবনের গহিনে আগুন, নিয়ন্ত্রণে চেষ্টা চলছে 
X
Fresh