নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ
নারায়ণগঞ্জে সিম ফেব্রিক্সে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও এলাকায় সিম ফেব্রিক্স লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সূতা তৈরির কারখানায় হঠাৎ করে আগুন লাগে। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আগুন জ্বলতে দেখে বেরিয়ে যান।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, কাঞ্চন, আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
পি