বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

বগুড়ার মাঝিরায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪ জনের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহনের বাসটি সামনে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এরপরে, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।
জিএম/এম