logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধন×যশোর×পরীক্ষা×স্থগিত×অবিলম্বে×শিক্ষার্থী×কঠোর×দাবি×শিক্ষা×
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করেছেন এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে পরীক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর এই ঘোষণা আমাদের হতাশ করেছে তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান চতুর্থ বর্ষ মাস্টার্স পরীক্ষা গত বছর মার্চেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি

আমরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা দিতে চাই শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা তা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক পরীক্ষার্থী অংশ নেন

জেবি

RTV Drama
RTVPLUS