• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০০
বিক্ষোভ×ক্যাম্পাস×দাবি×প্রশাসন×বাইরে×মেনে×উপাচার্য×শিক্ষার্থী×
ছবি আরটিভি নিউজ

হল, ক্লাস ও পরীক্ষা চালুর এক দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে।

শিক্ষার্থীরা বলেন, একটাই দাবি আজই হল চালু করতে হবে। সঙ্গে স্থগিত চলমান পরীক্ষা বন্ধের ঘোষণা বাতিল করতে হবে।

আর আগামী ১ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিক করতে হবে। শিক্ষার্থীরা জানান, তারা বর্তমানে ক্যাম্পাসের বাইরে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন, মফস্বল এলাকা হওয়ায় বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা চরম শঙ্কা প্রকাশ করেছেন।

বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।

এরপর তারা সেখান থেকে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসন ভবনের সামনে আসেন। সেখানেও তারা আজই হল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা প্রশাসন ভবনের নিচে বসে অবস্থান ধর্মঘট পালন করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শেখ আবদুস সালাম শিক্ষার্থীদের দাবীকে যৌক্তিক বলে মেনে নিয়ে বলেন, সরকারি নির্দেশের বাইরে গিয়ে তারা কিছু করতে পারবেন না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলেই পুরস্কার
আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
X
Fresh