• ঢাকা বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

তিন দিনের মধ্যে ইংরেজিতে লেখা সব সাইনবোর্ড সরাতে হবে

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১১
ফেব্রুয়ারি×সাইনবোর্ড×মাতৃভাষা×নির্বাহী×মিজানুর×সতর্কতা×আফরিন×অভিযান×
ছবি সংগৃহীত

আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলকে বিজাতীয় ভাষা সরিয়ে বাংলা লেখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এ নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় আনা হবে। প্রায় ২০টি দোকান ও প্রতিষ্ঠানকে বাংলা ভাষায় সাইনবোর্ড না থাকার জন্যে সতর্ক করা হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরের জিইসি, কাজীর দেউড়ি, জামালখান ও চকবাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, বিপণী বিতান এবং দোকানে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে সতর্কতামূলক এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, মিজানুর রহমান এবং রেজওয়ানা আফরিনের নেতৃত্ব দেন।

অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ও বিজয় ৭১ উপদেষ্টা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি লায়ন ডা. আর কে রুবেল, বিজয় ৭১ সভাপতি সজল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কাজী রাজেশ ইমরান ও জয়নুদ্দীন জয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশ্রয়শিবিরে হামলা ‘ভয়াবহ ভুল’, তবে অভিযান চলবে: নেতানিয়াহু
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন: ৪১২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩২
হিলিতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন আটক
X
Fresh