• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে একটি অয়েল কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৫
মা×ছেলে×জরিমানা×নবায়ন×কঠোর×দূষণ×পরিচালক×পরিবেশ×
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় স্ট্যান্ডার্ড লুব অয়েল নামে একটি কারখানাকে চার লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে এ জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন কারখানাটি থেকে ধুয়া লোকালয়ের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পোড়া তেলের দুর্গন্ধে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়ে। উৎকট দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জমির উদ্দিন বলেন, গেলো রোববার তারা ওই কারখানায় অভিযান চালান। এই সময় বায়ু দূষণের সত্যতা পান। ওইদিনই তাদের নোটিশ দেওয়া হয়। পরে গতকাল সন্ধ্যায় শুনানি শেষে তাদের চার লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়।

পরিচালক জমির উদ্দিন আরও বলেন, কারখানাটির বায়ু দূষণের কারণে তাদের পরিবেশ এর ছাড়পত্র নবায়ন করা হয়নি। বায়ুদূষণ বন্ধ না করলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
‘তাপমাত্রা কমাতে ঢাকায় বৃক্ষরোপণের জন্য জায়গা খুঁজতে হবে’
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
১৪ বছর পর পুরোনো পরিচালকের সিনেমায় অক্ষয়
X
Fresh