• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ১০ দিন পরেও উদ্ধার হয়নি গৃহবধূ  

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫
নাটোর×রাজশাহী×গৃহবধূ×কামাল×আনোয়ারুল×পুলিশ×আরটিভি×বাংলাদেশ×
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি বাক প্রতিবন্ধী গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (২০)।

তাকে মৃত অথবা জীবিত উদ্ধার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূর সহোদর দুই ভাই, কামাল ও জামাল হোসেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিগে বনপাড়া আর.এস মার্কেটের কপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

জান্নাতুল উপজেলার নারায়ণপুর গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী ও পার্শ্ববর্তী মুলাডুলি ইউনিয়নের রহিমপুর গ্রামের হাসেন ফকিরের মেয়ে।

তিনি গেলো সাত ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যান। পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে গৃহবধূর ভাই মো. কামাল হোসেন গেলো ৯ ফেব্রুয়ারি থানায় জিডি করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানান, জান্নাতুলের খোঁজে পুলিশ তৎপর রয়েছে। আশা করা যায় দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh