• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বাসে আগুন

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩
শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী সড়ক অবরোধ, বাসে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে গভীর রাতে ঢুকে বেধড়ক মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বরিশালের রুপাতলি হাউজিং এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে রাতেই রাস্তা অবরোধ করে ঘণ্টা-খানেক বিক্ষোভ করেন তারা। এরপর আজ ভোর ৭টা থেকে এখনো চলছে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দোষীদের আইনের আওতায় না আনলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে না। তবে রাস্তায় সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক বসেছেন।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
রাজধানীর বনানীতে চলন্ত বাসে আগুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
X
Fresh