আরটিভি নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি নির্বাচন: ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উপলক্ষে টহল শুরু করেছে বিজিবি। আজ সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে থেকে চট্টগ্রাম মহানগরী এলাকায় বিজিবির টহল শুরু হয়েছে বলে জানিয়েছেন সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
জানা গেছে, এ নির্বাচন সামনে রেখে মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।
আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিএম/এসএস