• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে ফিরেই গলায় ফাঁস দিয়ে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ২৩ জানুয়ারি ২০২১, ০৯:০৮
ভারত থেকে ফিরেই গলায় ফাঁস দিয়ে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
ফাইল ছবি

রাজশাহীতে ইকবাল জাফর শরীফ নামের ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে পদ্মা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের তন্দ্রালয় ছাত্রাবাসের পঞ্চম তলায় একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে।

জাফর শরীফ রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার শশান রোডে। বাবার নাম মোজাম্মেল হোসেন। করোনা ছুটির পর তিনি ভারতে চলে যান। গত ৩ দিন আগে ইকবাল জাফর রাজশাহীতে ফেরেন বলে জানা গেছে।ৎ

সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার জানান, মৃত ইকবাল জাফর তার কক্ষে বিছানার চাদর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন। তার সতীর্থরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে বারিন্দ মেডিকেলে নিয়ে আসে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের আগে বলা যাবে না।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তবিবুর রহমান শেখ জানান, ঘটনাটি শুনে তারা এসেছেন এবং শিক্ষার্থীদের কাছে তথ্য সংগ্রহ করছেন। তবে তিনি মানুষিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানতে পেরেছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh