টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৬:৪০
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার করটিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হন পিকআপ চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, আজ বেলা তিনটার দিকে বিকল হওয়া একটি পিকআপভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় উত্তরাঞ্চলগামী একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা শিশুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় পিকআপভ্যান চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পি