• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট (ভিডিও)

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ০৯:২৬
বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিন দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে সেতুর টোল প্লাজা চালু করা হয়। তবে এখনো কুয়াশা না কাটায় সীমিত হারে গাড়ি ছাড়া হচ্ছে।

সেতুর ওপর যান চলাচল ব্যাহত হয়ে পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। ঢাকামুখী লেনে দীর্ঘ যানবাহনের লাইন দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন :

বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে থাকা ট্রাফিক কন্ট্রোলার হালিমুজ্জামান বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম গাড়ি ছাড়ছি। এ কারণে যান চলাচলে সাময়িক সমস্যা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, সেতুর ওপর যান চলাচল বন্ধ রাখা পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা ঘটার কারণেই এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে সেতুতে ধীরগতিতে গাড়ি ছাড়া হচ্ছে। এর ফলে যানজটের তীব্রতা বেড়েই চলেছে। আমরা যানজট সমাধানে কাজ করছি।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
বৈশাখের সকালে ময়মনসিংহে ঘন কুয়াশা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh