কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে কালিয়াকৈরের খারাজোরা এলাকায় ওই মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে পুলিশ জানায়।
ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে চার লেনের সড়কে এখন দুই লেন দিয়ে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। সূত্রাপুর থেকে শুরু করে চন্দ্রা মোড় পার হয়ে আরও কয়েক কিলোমিটারজুড়ে লেগে আছে এই যানজট।
গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোজাফফর জানান, মহাসড়কে কাজ চলছে। তাই যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
জিএম/পি