• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাস ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৫:২০
বাস×অটোরিকশা×যাত্রীবাহী×প্রশাসক×হাসপাতাল×পাঠানো×নিহত×উপজেলা×
ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৩২) অটোবাইকের চালক। তিনি সিংগাইর উপজেলার আঙ্গাড়া গ্রামের দুলু বেপারীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান আরটিভি নিউজকে বলেন, ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোবাইকের সংঘর্ষ বাসটি খাদের পাশে পড়ে যায় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে অটোবাইক চালক মারা যান এবং ১৭ জন আহত হন।

পরে আহতদেরকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh