• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ১৯:০০
নিখোঁজ×ডুবুরি×ট্রলার×কাজ×ফায়ার×গ্রাম×বাংলাদেশ×শ্রমিক×
ছবি আরটিভি নিউজ

গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গতকাল শনিবার দিনগত রাত দুইটার দিকে সদর উপজেলার তালা এলাকায় মধুমতি নদীতে এ ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ৯টা থেকে একদল ডুবুরী উদ্ধার কাজ শুরু করে দুপুর আড়াইটার দিকে ট্রলারের মধ্য থেকে রিপন চৌকিদার (২২) নামে এক শ্রমিদের লাশ উদ্ধার করে।

অপর শ্রমিক বিল্লাল হোসেনের (২৮) লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিহত রিপন চৌকিদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনির এবং নিখোঁজ বিল্লাল হোসেন একই গ্রামের আবু মৃধার ছেলে।

ফায়ার সার্ভিসের লিডার আবুল বশার তালুকদার আরটিভি নিউজকে জানান, বালুভর্তি ওই ট্রলারটি ঘটনাস্থলে নোঙ্গরকৃত অবস্থায় ছিলো। গভীর রাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে ঘুমন্ত ওই তিন শ্রমিকের মধ্যে রুহুল আমীন উপরে উঠে এলেও বাকি দু’জন ট্রলারের সঙ্গেই ডুবে যায়। পরে সকালে ফায়ার-সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজে নামে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
একদিনেই কেন ডলারের দাম ৭ টাকা বেড়ে গেলো?
নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, স্মার্ট হার প্রত্যাহার
ঝড়ে বঙ্গোপসাগরে ২০ ট্রলারডুবি, নিখোঁজ অর্ধশতাধিক
X
Fresh