logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২ ফাল্গুন ১৪২৭

মাদারীপুরে মঞ্চস্থ হলো নাটক ‘মাকড়সা’

মাদারীপুর×নাটক×মাকড়সা×বাংলাদেশ×দর্শক×
আরটিভি নিউজ

মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষে নাটক মাকড়সা’ মঞ্চায়িত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়িত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় এতে অভিনয় করে মাদারীপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির নাট্য বিভাগের শিক্ষার্থীরা। শাহীন রহমানের রচনায় ও নির্দেশনায় এটি দেখতে ভিড় করেন কয়েকশ দর্শক।

শিল্পকলা একাডেমির গ্যালারিতে শিশু-কিশোরসহ কয়েক হাজার দর্শক উপভোগ করেন এই অনুষ্ঠান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান হত্যা করা হয় ও কিভাবে হত্যার পরিকল্পনা করা হয় সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

মুজিবকে হত্যা করেও খ্যান্ত হয়নি সেই ঘাতকরা, তাদের ষড়যন্ত্র আজও চলমান। তাদের মাকড়সার জাল আজও বিস্তৃত, নাটকটিতে এমনটাই তুলে ধরা হয়।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক আজম কামাল ও আবৃত্তিশিল্পী আঞ্জুমান জুলিয়া।

জেবি

RTV Drama
RTVPLUS