logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭

উখিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

হাতি×বন্য×কক্সবাজার×ডেইল×ফজল×
আরটিভি নিউজ
কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে ৮০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল ঘোনার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসহাক আহম্মদ। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইলস্থ ঘোনার মোড় এলাকার ফজল করিমের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল ঘোনার মোড় এলাকার বাসিন্দা ইসহাক আহম্মদ প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। পথে বন্যহাতির কবলে পড়েন। ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

এ নিয়ে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকাটি হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে মাঝে মধ্যে হাতির আক্রমণের শিকার হন স্থানীয়রা। এর আগেও এমন মৃত্যুর ঘটনা ঘটেছে।

জেবি

RTV Drama
RTVPLUS