• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কার্পাসডাঙ্গায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ১৫:০৪
জমি×স্থাপনা×অবৈধ×দিলারা×বাংলাদেশ×
আরটিভি নিউজ

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ায় সরকারি জমি থেকে ৩১টি বাঁশের তৈরি দোকান ঘর উচ্ছেদ করে দামুড়হুদা উপজেলা প্রশাসন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান আরটিভি নিউজকে জানান, কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রায় তিন বিঘা সরকারি জমি জবর দখল করে বাঁশের তৈরি ৫১টি দোকান ঘর নির্মাণ করে কিছু প্রভাবশালী ব্যক্তি।

গেল বৃহস্পতিবার বিকেলে ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে তাদের তিন দিনের সময় বেঁধে দেয়া হয়।

কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। পরে আজ দুপুরে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও ২০টি দোকান রয়েছে। আগামী ১৭ জানুয়ারির মধ্যে তা সরিয়ে নিতে বলা হয়েছে। ভবিষ্যতে আবার এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগিতা করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৫ মে)
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি
ফের ৪০ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ
X
Fresh