• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চসিক নির্বাচন: দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ০৮:৫৮
Chasik election: 4 arrested for killing in clash between two groups
দুই গ্রুপের সংঘর্ষে নিহতের পর পুুলিশ পাহারা

বাণিজ্যনগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সংঘর্ষের পর মোগলটুলী এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মো. আবদুল কাদের ছাড়াও আটক অন্যদের মধ্যে রয়েছেন হেলাল উদ্দিন, রাজু, রিমন, খোকন। আটকরা সবাই কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী ও সদ্য সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মো. আজগর আলী বাবুল নামে একজন মারা যান। নিহত আজগর আলী বাবুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক বলে জানা গেছে।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৮ নম্বর (পাঠানটুলী) ওয়ার্ডের মগপুকুরপাড় এলাকায় দুইপক্ষের গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh