পারটেক্স গ্রুপের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কারজ করছে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে হরিপুর এলাকায় পারটেক্স গ্রুপের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাইলো কন্ট্রোলরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকার উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।