logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় চাকরি হারালেন সার্জেন্ট আতাউর

ডোপ×ন্ওগাঁ×চাকরি×পরীক্ষা×বাংলাদেশ×
আরটিভি নিউজ
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় চাকরি হারালেন নওগাঁয় কর্মরত সার্জেন্ট আতাউর রহমান। জানা গেছে, গেলো আগস্ট মাসে সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গেলো মঙ্গলবার তাকে চাকরিচুত্য (ঢিসমিস ফর সার্ভিস) করা হয়।

সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম আরটিভি নিউজকে বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ যদি মাদকসেবন করে থাকে এজন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি।

এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজেটিভ আসছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় তিন মাস আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জেবি

RTV Drama
RTVPLUS