• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানি, কারাগারে অভিযুক্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১০:৫৮
Accused of molestation of housewife in Narayanganj, jailed
নারায়ণগঞ্জে ফতুল্লা মডেল থানা, ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে (৩০) শ্লীলতাহানির অভিযোগে জালাল নামে এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার ভোলাইল নিজ বাসা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম।

সোমবার তাকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জালাল ফতুল্লার ভোলাইল এলাকার আ. জলিলের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জালাল গৃহবধূকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। রোববার দুপুরে বাসায় একা পেয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে জালাল। এ সময়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ভুক্তভোগীর। সে চিৎকার করলে আশেপাশের লোকজন এলে জালাল পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ থানায় অভিযোগ করলে থানা পুলিশ রোববার রাতে ভোলাইল এলাকায় অভিযান চালিয়ে জালালকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, ওই গৃহবধূর শ্লীলতাহানী করা হয়েছে। এ বিষয়ে ওই গৃহবধূ থানায় একটি শ্লীলতাহানীর মামলা দায়ের করেছে। এর পরিপেক্ষিতে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh