logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩২
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫১

আল্লাহু আকবর, আল্লাহু আকবর’  বলতে বলতে আজানরত মুয়াজ্জিনের মৃত্যু

Allahu Akbar, Allahu Akbar, 'is the death, rtv news
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ
‘‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসুল্লিদের জন্য নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কদ্দুছ (৬৫)।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী খান্দার গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনও আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে মুয়াজ্জিন মেঝেতে পড়ে রয়েছেন। মুসুল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এ মসজিদে দেড় যুগ ধরে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ইমাম শাফায়েত আরও জানান, রাত এশার নামাজের পর পারবারিক গোরস্থানে দাফন করা হবে।

জেবি

RTV Drama
RTVPLUS