সুদের টাকার জন্য ট্রাকচালককে পিটিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় সুদের টাকা না পেয়ে ট্রাকচালক বিল্লাল বিশ্বাসকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশী বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা টাকা ধার নেয়। বৃহস্পতিবার সকালে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরটিভি নিউজকে জানান, বিল্লালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালু খাঁকে (৫৩) আটক করেছে পুলিশ।
জেবি