মানিকগঞ্জে এক মেয়র ও পাঁচ কাউন্সিলার প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি অমান্য করায় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের একজন মেয়র ও পাঁচজন কাউন্সিলার প্রার্থীকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড অপসারণের নির্দেশা অমান্য করায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাঈদী শিমকী, এক নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী জাহানারা পারভীন জানু ও মলি আক্তার, ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সলার প্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ, দুই নম্বর ওয়ার্ডের আনছার আলী এবং ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লাল মিয়াকে শোকজ করা হয়। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
জেবি