ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ
ডা. শুভ বালিকা উচ্চ বিদ্যালয় চালুর দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃক ডা. মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় উচ্ছেদের প্রতিবাদে এবং বিদ্যালয়টি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ পান্নাসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বিদ্যালয়টি চালু করে আড়াই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া করার সুযোগ প্রদানের জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান।
জেবি