• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১১:৩১
কুড়িগ্রামে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি সীমান্তে বিএসএফ'র গুলিতে হাসিনুর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ নিশ্চিত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ীর নাম হাসিনুর রহমান।তিনি খাটিয়ামারী এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে লে. কর্নেল এস এম আজাদ বলেন, ওই রাতে ১০/১২ জনের এক দল যুবক মাদক পাচারের উদ্দেশ্য সীমান্তে জড়ো হয়। এ সময় তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হন। পরে আহত হাসিনুরকে তার সঙ্গীয় লোকজন রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh