• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাবার শোকে ছেলের মৃত্যু, দাহ হলো একইসঙ্গে

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৭:৩৩
The death of the son, in the father's grief, the cremation happened, rtv news
জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী শিমুলিয়া গ্রামে গতকাল রোববার রাতের দিকে বাবার মৃত্যুর শোকে এক ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের দাহ আজ সোমবার সকাল আটটায় একইসঙ্গে সম্পন্ন হয়েছে।

মৃত বাবার নাম মহিম চন্দ্র মণ্ডল (৯৫) এবং মৃত ছেলের নাম সুদেব চন্দ্র মণ্ডল (৭০)। সে পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মৃত মহিম চন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল রোববার রাত আটটার দিকে বাবা মারা গেলে তার ছেলে সুদেব চন্দ্র মণ্ডল বাবার শোকে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে বগুড়াতে রেফার্ড করে। বগুড়াতে নেওয়ার পথে রাস্তায় ছেলে সুদেব চন্দ্র মণ্ডল মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাবা ও ছেলেকে হিন্দুধর্ম বিধান মোতাবেক আজ সোমবার সকালে একইসঙ্গে দাহ করা হয়।

দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম তাদের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
X
Fresh