• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মতলবে গলাকেটে ফুফুকে হত্যা

চাঁদপুর

  ২৮ অক্টোবর ২০২০, ২২:০৪
Strangulation, land,
গলাকেটে হত্যা

চাঁদপুরের মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু শামছুর নাহারকে গলাকেটে হত্যা করেছে ভাতিজা পারভেজ। বুধবার মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। জায়গা সম্পত্তি ভাগ করে না দেয়ায় ফুফুকে গলা কেটেকে হত্যা করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাকিং করে ঘটনার সাথে জড়িত পারভেজকে মতলব বাজারের চেয়ারম্যান ঘাট থেকে আটক করা হয়। আটক পারভেজ শামছুন নাহারের ভাইয়ের ছেলে। আটক পারভেজ জানায় সে নিজেই তার ফুফুকে গলা কেটে হত্যা করেছে। জায়গা সম্পত্তি ভাগ করে না দেয়ায় সে তার ফুফুকে হত্যা করেছে বলে মায়ের কাছে সে বলেছে।

এলাকাবাসী জানিয়েছে শামছুর নাহার পিতার বাড়ি মতলব দক্ষিণের বাইশপুরে থেকে মাকে দেখাশোনা করতো পারভেজ। ফুফু শামছুর নাহারের সাথে পারভেজদের সম্পত্তিগত বিরোধও চলছিল দীর্ঘদিন। মতলব দক্ষিণ উপাদী উত্তর ইউনিয়নে বহরী গ্রামের আ: রাজ্জাক এর সাথে শামছুর নাহার এর বিবাহ হয়। তার ৩টি কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন স্বামী আ: রাজ্জাক ঢাকায় চিকিৎসাধীন ছিল।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ হত্যার ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো: আহসান হাবীব, জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আ: রহিম। এছাড়া টিবিআই ইন্সপেক্টর মো: বাচ্চুর নেতৃত্বে চৌকস দল ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত জব্দ করেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
কলেজ শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা
ষাটোর্ধ্ব নারীকে গলাকেটে হত্যায় জড়িত আসামি গ্রেপ্তার
X
Fresh