logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ২১:২৮
আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২৩:১৯

স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখে স্বামীর আত্মহত্যা 

স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখে স্বামীর আত্মহত্যা 
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর জেলেপাড়ায় রামপদ দাশ নামে এক যুবক আজ সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সলিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর জেলে পাড়ার শিব দাশের ছেলে রামপদ দাশের (২৮) সঙ্গে প্রায় চার বছর ধরে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। স্ত্রী নগরীর পতেঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করছিল। গতকাল সোমবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দিতে রামপদ দাশ পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলে সেখানে তার স্ত্রীকে অন্য আরেকজনের সাথে ঘুরতে দেখে। এ অবস্থায় তিনি বাড়িতে এসে রাতে ঘরের বিমের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়। সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই আজহার বলেন, মৃত রামপদ দাসের স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনের কলহের কারণে তিনি অভিমানে আত্মহত্যা করেন। ঘটনা জানার পর আমি থানায় অবহিত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: 
পূজা দেখে ফেরার পথে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ করলো শ্রমিক লীগ নেতা
প্রতারিত হওয়ায় আত্মহত্যা, ১০ মাস পর ‘প্রেমিক’ গ্রেপ্তার
পছন্দের ছেলে রেখে অন্যের সঙ্গে বিয়ে দেয়ার চেষ্টা, ঢাবি ছাত্রীর আত্মহত্যা

এসএস

RTVPLUS