• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ১৫:৪৩
Eviction of 200 illegal, establishments in Chittagong, rtv news
চট্টগ্রাম

চট্টগ্রামের আম বাগান মিন্টু কলোনিতে অভিযান চালিয়ে প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের সার্ভেয়ার আবদুছ সালাম আরটিভি নিউজকে জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করে আসছিলেন। রেলওয়ের জায়গা খালি করে দিতে বারবার তাদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তাই তাদের সরিয়ে দিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রায় ২০০টির মতো অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে রেলওয়ের জায়গায় বসবাসকারীদের সরিয়ে দিতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

অভিযানে প্রায় ৭০ শতক ভূমি দখলমুক্ত হয়েছে বলেও জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
X
Fresh