• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চোরাই মোবাইল ফোন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৯:৩৮
4 members, of stolen mobile phone, rtv news
ছবি সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাই মোবাইল ফোন চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় চোরাই স্মার্ট মোবাইল ফোন, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাঁচবিবি উপজেলার চৌকিদার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে তুহিন ইসলাম (২০), পশ্চিম বালিঘাটা গ্রামের আবুল হাসানের ছেলে রানু হোসেন (৩৩) ঢাকাইয়া পট্টি গ্রামের গিরেন রায়ের ছেলে জনি রায় (২০) ও হরিপুর গ্রামের হামিদ শেখের ছেলে রণি শেখ (২৪)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোন চুরি করে আসছিল। কবরস্থান এলাকায় চোরাই মোবাইল ফোন চক্রের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনা-বেচা করছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি চোরাই স্মার্ট মোবাইল ফোন, একটি ল্যাপটপসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি,ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
X
Fresh