• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে অবৈধভাবে ব্রিকফিল্ড দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১২:৩৯
Alleged illegal, occupation of Brickfield i, rtv news
নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে দিগন্ত স্টার ব্রিক ফিল্ড অবৈধভাবে দখল, মালামাল লুটপাট ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুর রহমান মাসুদ জানান, আর্থিক প্রয়োজনে এক বছর আগে আমার ভাই আবু সুফিয়ান রসুলপুর জমিদারহাট এলাকার দেলোয়ার হোসেন সবুজকে ব্রিকফিল্ডের শেয়ারদার যুক্ত করেন। এরপর থেকেই সবুজ ব্রিকফিল্ডটি দখল করতে আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

ইতিমধ্যে তাদের মধ্যে ব্যবসায়ীক লেনদেন নিয়ে মনোমালিন্য সৃষ্টি হলে এলাকায় শালিসি বৈঠকে সমাধানের সিদ্ধান্ত হয়। শালিস চলাকালেই সম্প্রতি সবুজ ও তার ভাই আমিরের নেতৃত্বে ক্ষমতাসীন দলের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্রিকফিল্ডটি অবৈধভাবে দখল ও মালামাল লুটপাট করে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আবু সুফিয়ান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এমতাবস্থায় ব্রিকফিল্ড অবৈধ দখল মুক্ত, লুটপাটকৃত মালামাল ও পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী আবু সুফিয়ানের পরিবার। এ সময় আবু সুফিয়ানের পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ 
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
X
Fresh