smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

বাসায় ঢুকে মিশনে অবস্থানরত সেনা সদস্যের স্ত্রীকে হত্যা

  শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ০৮ অক্টোবর ২০২০, ১৮:৫৩
He entered the house, and killed the wife of an army, rtv news
শেরপুর
শেরপুর শহরের মোল্লাপাড়া মহল্লায় বাসায় ঢুকে বিদেশে মিশনে অবস্থানরত এক সেনা সদস্যের স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়ার সফিকুল ইসলামের মেয়ে সৌরভীর বিয়ে হয় পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম উদ্দিনের সঙ্গে।

বর্তমানে বিদেশে মিশনে সুদানে আছে সেনা সদস্য নাজিম উদ্দিন। তাদের দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী শেরপুর পৌরসভার মোল্লাপাড়া মহল্লার নিজ বাসায় বসবাস করে আসছিলেন।

গত বুধবার গভীর রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। তবে বাসার কোনও মালামাল নিয়ে যায়নি বলে স্বজনরা জানান। এ ঘটনার পর আজ আট অক্টোবর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভীর মরদেহ উদ্ধার করে।

নিহত সৌরভীর স্বজনরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার ক্লু বের করতে ইতোমধ্যে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। খুব দ্রুতই দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়