• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউএনওকে হামলার ঘটনায় রবিউলকে ফাঁসানো হয়েছে, অভিযোগ পরিবারের

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০
Image of the press conference
সংবাদ সম্মেলনের চিত্র

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমসহ তার পিতাকে হত্যা চেষ্টা মামলায় রবিউলকে ফাঁসানো হয়েছে এবং চাপ সৃষ্টি করে জবানবন্দি প্রদানে বাধ্য করেছে পুলিশ- এমনই অভিযোগ রবিউলের পরিবারের।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউলের পরিবার এই অভিযোগ করেছে। লিখিত বক্তব্যে রবিউলের ভাই রশিদুল ইসলাম দাবি করেন, রবিউল কোনভাবে এই ঘটনায় এই ঘটনার সাথে জড়িত নয়। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীর বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঘটনার রাতে রবিউল দিনাজপুরের বিরলে নিজ বাড়িতে ছিল এবং তাদের সাথেই অবস্থান করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে রবিউলের মা রহিমা বেগম, চাচা ওয়াজ উদ্দিন, এমাজ উদ্দিন, ভাই আজিজুল, রহিদুলসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে ইউএনও ওয়াহিদা খানমসহ তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। সংকটাপন্ন অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ইউএনও’র অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়।

এই ঘটনায় ইউএনও’র ভাই শেখ ফারদ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ৩ সেপ্টেম্বর ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেনজীর ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক
X
Fresh