• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে প্রাইভেটকারে ৩৫০ বোতল ফেনসিডিল,  আটক ১  

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬
350 bottles of Phensidyl, seized in private, rtv news
র‌্যাবের হাতে ফেনসিডিলসহ আটক দেলোয়ার

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকারের ভেতর থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সিপিসি-৩।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দড়ি চৈথট্র এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত দেলোয়ার হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দড়ি চৈথট্র গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ছানোয়ার হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশ থেকে প্রাইভেটকারসহ দেলোয়ার হোসেনকে আটক করে। পরে প্রাইভেটকারের ভেতর থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রইভেটকার, দুটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দেলোয়ার প্রাইভেটকার দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ক্রয় করে টাঙ্গাইলের ঘাটাইলসহ আশপাশের উপজেলায় সরবরাহ করে থাকেন। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তা মাদকসেবীদের কাছে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছেন।

র‌্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
X
Fresh