• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি, বেড়েছে দাম (ভিডিও)

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩

গত দুই দিন থেকে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, নতুন করে আসেনি কোনও পেঁয়াজের চালান।

আর এতে করে হিলির পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকাররা বলছেন পেঁয়াজ মজুদ করে দাম বাড়ানো হচ্ছে।

এক দিনের ব্যবধানে কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে পাঁচ টাকা। গতকাল যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। আজ পাঁচ টাকা বেড়ে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের ঘরে প্রচুর পেঁয়াজ আছে। তারা বেশি পেঁয়াজ দিচ্ছে না এমনকি বেশি দাম নিচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

তারা আরও জানান, যদি সাংবাদিকের ক্যামেরার সামনে বক্তব্য দেয় তবে আমদানিকারকরা পেঁয়াজ দিবে না তাদের।

এদিকে কথা হয় কয়েকজন পাইকারদের সাথে। তারা অভিযোগ করে জানান, আড়তে প্রচুর পেঁয়াজ রয়েছে দামও বেশি। পেঁয়াজ কেনার পর তারা কোন রশিদ দিচ্ছে না। তারা পেঁয়াজগুলো কিনে আতঙ্কের মধ্যে রয়েছে।

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডা থেকে ২৫০০ কোটি টাকার সার আমদানির অনুমোদন
শুল্ক নিয়ে জটিলতা, পেঁয়াজ আমদানিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
৬ দিনে সোনামসজিদ দিয়ে ১ হাজার টন পেঁয়াজ আমদানি
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
X
Fresh