smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

কুড়িগ্রাম ১০টি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন

  কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৭
Kurigram 10 primary, schools have been, rtv news
নদীগর্ভে বিলীন হওয়ার পথে কুড়িগ্রামের আরেকটি স্কুল
কুড়িগ্রাম চার দফা বন্যা এবং বন্যাপরবর্তী সময়ে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনের হুমকিতে রয়েছে আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।

গেল জুন থেকে চলতি মাস পর্যন্ত দফায় দফায়  নদ-নদীর পানি বৃদ্ধি এবং কমার ফলে তীব্র হয়েছে ভাঙন।

এতে জেলার দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্রের প্রায় ৬৯টি পয়েন্টে তীব্র ভাঙন চলমান রয়েছে। এতে শুধু বিদ্যালয় নয় বিলীন হয়েছে শত শত ঘর-বাড়ি, মসজিদ, ঈদগাহ মাঠ, হাজার হেক্টর আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা।

শত শত পরিবার বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়ে পড়েছে। একদিকে নদী ভাঙনে বাস্তুহারা মানুষ অপর দিকে বিদ্যালয় বিলীন হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ভাঙন এলাকার মানুষ।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার চরকুঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌমারী উপজেলার বলদমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলমারী উপজেলার উত্তর খাউরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘলকান্দি সরকারি বিদ্যালয়, উলিপুর উপজেলার জুয়ান সতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াদাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়, খারিজা লাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১০টি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে যায়। ভাঙনের হুমকির মুখে রয়েছে সদরের নন্দ দুলালের ভিটা, ফুলবাড়ি উপজেলার মেখলির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার ৯টি উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।

বিদ্যালয় নদীতে বিলীন হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে এসব অঞ্চলে।  এতে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বাল্যবিয়ের হার বৃদ্ধি পাওয়ার  আশঙ্কা রয়েছে বলে অভিমত সচেতন মহলের।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নদী ভাঙনের শিকার হয়ে জেলার মোট ১০টি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে। এর মধ্যে রৌমারী উপজেলায় দুটি প্রতিষ্ঠানের জন্য জরুরি বরাদ্দ পাওয়া গেছে। বিলীন হওয়া বিদ্যালয়গুলোর সীমানা এলাকার মধ্যেই দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।

আরও পড়ুন 

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়