• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকাণ্ড

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪০
Fire Service (iconic image)
ফায়ার সার্ভিস (প্রতীকী ছবি)

বরিশাল নগরীর ভাটারখালস্থ আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকান্ড ঘটেছে। এতে পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় রেঞ্জ-১ অফিসের ৩টি এসি, ২টি কম্পিউটার, ফ্রিজ, স্টিলের আলমিরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর চতুর্থ তলায় অফিসের দুই কর্মকর্তা আটকা পড়েন। আগুনের ধোয়ায় রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. শাওন চৌধুরী জ্ঞান হারালে তাকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কর কমিশনের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান বলেন, দ্বিতীয় তলায় গুরুত্বপূর্ণ ফাইল পত্র রয়েছে, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরবর্তীতে যাচাই করে বলতে হবে।

বরিশাল ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে এ অগ্নিকান্ড ঘটেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

এসএ/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরনদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নারী নিখোঁজ
‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাল ভোট পড়লে ভোটকেন্দ্র বন্ধ: ইসি হাবিব
X
Fresh