• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামের করোনামুক্ত ২৪ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৬
কুড়িগ্রাম ঢাকা প্লাজমা
ঢাকায় প্লাজমা দিতে আসা কুড়িগ্রামের ২৪ পুলিশ সদস্য

করোনাভাইরাসে আক্রান্তদের প্লাজমা দিতে রাজধানীতে গেলেন করোনামুক্ত কুড়িগ্রামের পুলিশের ২৪ সদস্য।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

রক্তের প্লাজমা দিতে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালে পাঠালে করোনামুক্ত সকল পুলিশ সদস্য আনুষ্ঠানিকতার পরে শ্যামলী পরিবহনে করে রওয়ানা হন। পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণ তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, করোনাকালীন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত জেলায় বিভিন্ন থানায় আক্রান্ত হয়েছেন জেলা পুলিশের ৪৭ জন সদস্য। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দু’জন পুলিশ সদস্য। তিনি বলেন, করোনা থেকে মুক্ত রোগীদের শরীরে তৈরিকৃত এন্টিবডি অন্য রোগীদের চিকিৎসায় ভালো ফল পাওয়ায় প্লাজমা তৈরির উদ্দেশে তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠানো হলো। এতে হাজারো করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে জেলা পুলিশের করোনাজয়ী ২৪ জন সদস্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার ও সদর থানার ওসি মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএম/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা
কুড়িগ্রামে কুকুরের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে আইজিপির নির্দেশ
X
Fresh