logo
  • ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০, ৪ আশ্বিন ১৪২৭

কোপানোর সময় ইউএনও বলেন, ‘আব্বা দেখতো কোন বেয়াদব বাসায় এসেছে’

  রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:০২ | আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭
Additional District Magistrate of Dinajpur
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে যখন আক্রমণকারী কোপাচ্ছিল তখন তিনি বারবার চিৎকার দিয়ে বলছিলেন, ‘আব্বা দেখতো কোন বেয়াদব বাসায় এসেছে। আজ রংপুর সার্কিট হাউজে গণ্যমাধ্যমকে একথা জানান ইউএনও ওয়াহিদা খানমের মা।

গতকাল বুধবার মধ্যরাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় হামলার শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা। এরপর তাকে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বাবা চিকিৎসাধীন আছেন। তবে ইউএনওর অবস্থার অবনতি হওয়ায় দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এবং তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় এখন অস্ত্রোপচার কিংবা বিদেশে নেয়া সম্ভব না।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনও একটা সময় হামলা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘোড়াঘাট থানার ওসি বলেছেন, ইউএনওর বাসার সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের শনাক্ত করা হবে।

আরও পড়ুন: আক্রমণের সময় আমার মেয়েটা ঘুমিয়ে ছিল: ইউএনওর মা

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়