• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন 

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১৫:৪৬
Life imprisonment for two brothers for hacking a businessman to death
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন 

বরিশালের মেহেন্দিগঞ্জে ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে বিরোধের জের ধরে ২০০১ সালে কুপিয়ে হত্যা করার অভিযোগে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া মামালার অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়।

আজ বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে প্রথম অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. মাহাবুব আলম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মিয়ার হাটে পূর্বের বিরোধের জেরে মোতাহার হোসনকে দণ্ডিতরা কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোতাহারের ভাই আজাহার হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করলে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করে।

দেড় যুগ পর ভাই হত্যা মামলার রায় পেয়ে সন্তোষ প্রকাশ করলেও মামলার আইনজীবী বলেন, দিবালোকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে চলে যাওয়ায় সকল আসামীদের একই ধরণের সাজা হলে ভালো হতো।

আরও পড়ুন : পঞ্চগড়ে শিশুকে বলাৎকার, গ্রেপ্তার ১

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
‘যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ড. ইউনূসের’
নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড
স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড