logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ, ৩ শিশুসহ নিহত ৬

  সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১৪ আগস্ট ২০২০, ০৮:৫৬ | আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৫:০১
Image of the accident.
দুর্ঘটনার চিত্র
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বাস অটোরিকশা সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আটটার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুরের ভাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সাদিপুর এলাকায় যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা (২৮), ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক জুনেদ (২৮), ওসমানীনগর উপজেলার পশ্চিম ব্রাহ্মণগাঁও গ্রামের কামরুজ্জামানের দুই মেয়ে খাদিজা (২) ও করিমা (৪), একই গ্রামের ফজলু মিয়ার মেয়ে আরিফা (১২)। এছাড়া একজনের নাম জানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে দুজন মারা যান। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

জিএ/ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়