• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে পৃথক সংঘর্ষে আহত ২৫

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৩:১২
Narail
ছবি সংগৃহীত

নড়াইলে পৃথক সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হবোখালী ও চণ্ডিবরপুর এলাকায় জমিজমা এবং পাট চুরি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হবোখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে সম্প্রতি সামাদ মোল্যা নদীতে পাট পচানী দেয়। সেই পচানী দেয়া পাট চুরির অপরাদে একই গ্রামের আলী শেখকে দায়ী করেন। এ নিয়ে দুই পক্ষে কয়েক দিন ধরে বিরোধ-উত্তেজনার একপর্যায়ে সোমবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অন্তত ১০জন আহত হয়। এদিকে চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে একই দিন দুপুরে হাফিজুর ফকির ও আইয়ুব সরদার পক্ষের মধ্যে সংঘর্ষে দুপক্ষে অন্তত ১৫জন আহত হয়। উভয় ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুটি ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
X
Fresh