• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় আরও আটজন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ০৯:২১
Chuadanga
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় চার নারীসহ নতুন করে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭০ জন ও মারা গেছেন ১০ জন।

আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৭ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।

এর মধ্যে আটজন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই দামুড়হুদা উপজেলার দর্শনার বাসিন্দা। তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৬১ জন ও ২১২ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩০ জন এবং হোম কোয়ারেন্টিনে আছেন ৯৬০ জন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫৫ জন নারী-পুরুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭০ জন ও মারা গেছেন ১০ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল থেকে রিহ্যাবে নিতে ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু
X
Fresh