logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

গোপালগঞ্জে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০০

গোপালগঞ্জ প্রতনিধি, আরটিভি নিউজ
|  ২৫ জুলাই ২০২০, ১৬:২৭ | আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:১৫
Gopalganj
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত  এক হাজার  চারশো ছাড়াল।  গেল ২৪ ঘণ্টায়  নতুন  করে ৩৩  জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০৭ জনে।

 গেল ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।

জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪১৩ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া,  মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৭ জন। মুকসুদপুরে আত্মহত্যা করেছেন  একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী।

গেল ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৬৮ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন করে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  

আজ শনিবার সকালে  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি জানান, নতুন করে গেল ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ১৮ জন, টুঙ্গিপাড়ায়  চারজন, কোটালীপাড়ায় ছয়জন, কাশিয়ানীতে চারজন ও মুকসুদপুরে  একজন  করোনায় আক্রান্ত হয়েছেন। 

তিনি আরও জানান, এ পর্যন্ত ৭০৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪৫৪ জন, টুঙ্গিপাড়ায় ২৩৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২২৪ জন, কাশিয়ানীতে  ২৪৪ জন ও  মুকসুদপুরে ২৪৮  জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১০৬ জন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৭৪৫২৫ ১৫৭৬৩৫ ৩৬২৫
বিশ্ব ২১৩৮৩৯৭৯ ১৪১৬৬৫৯১ ৭৬৪০৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়