• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ২১:৪৩
ছবি: সংগৃহীত

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তাররা হলেন- সাজ্জাদ হোসেন (২৮), সবুজ মিয়া (২০), কাউছার (২৬) ও ওসমান গনি (২৫)।

শুক্রবার (১৮ অক্টোবর) দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ভোরের দিকে দারুসসালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৫টি রামদা, ৪টি হাঁসুয়া ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় দারুসসালাম থানায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু-তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বরগুনা জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস থাকবে না শুক্রবার রাতে
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার