• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

ফ্যামিলি সাইক্লিস্টের বৃক্ষরোপণ

আরটিভি নিউজ

  ২২ মে ২০২৪, ২৩:৫৫
সাইক্লিস্ট
ছবি: সংগৃহীত

‘গাছ লাগান পরিবেশ বাঁচান, স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ফ্যামিলি সাইক্লিস্টরা।

বুধবার (২২ মে) সকালে রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনটি।

বৃক্ষরোপণ শেষে ৩০ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতা দেশব্যাপী উদ্বোধন করা হয়। ঢাকায় এ প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক সাইক্লিস্ট।

ফ্যামিলি সাইক্লিস্ট চ্যালেঞ্জ ২০২৪ ইভেন্টটিতে বাংলাদেশ, সৌদি আরব, ভারত, স্পেন, আমেরিকাসহ ছয়টি দেশের ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দশজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইসহাক, একেএম আহ্সান উল্লাহ, ইশতিয়াক মাহমুদ, ফয়সল আহমেদসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফ্যামিলি সাইক্লিস্টের সদস্যরা

এ প্রতিযোগিতাটি ২০মে শুরু হয়ে, শেষ হবে ২৫ মে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আষাঢ় মাসজুড়ে ২ লাখ গাছ লাগানো হবে পঞ্চগড়ে
সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
মুন্সীগঞ্জে ১ লাখ ৪১ হাজার ৬৮০ বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে: মেয়র তাপস