• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, মিরপুরজুড়ে যানজট

আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ১২:৫৩

ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে লাঠি হাতে রাজধানীর সড়ক অবরোধ করেছেন চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

রোববার (১৯ মে) সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা।

সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর ফলে পুরো মিরপুরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে চালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হয়ে অবস্থান করছেন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন। কোনো যানবাহনকে চলাচল করতে দিচ্ছেন না।

পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে কথা বলছে পুলিশ। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিথিল কারফিউতে তীব্র যানজট, জনভোগান্তি
মেট্রোরেলে অগ্নিসংযোগ করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে: তাজুল
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ